স্বয়ংক্রীয়ভাবে মুছুন অপ্রয়োজনীয় টেম্প ফাইল



Temp files 150x150 স্বয়ংক্রীয়ভাবে মুছুন অপ্রয়োজনীয় টেম্প ফাইলউইন্ডোজ ব্যবহারের ফলে টেম্প ফাইল তৈরী হয়।এই টেম্প ফাইল উইন্ডোজের গতি কমিয়ে দেয়।ইচ্ছে করলে আপনি  স্বয়ংক্রীয়ভাবে  টেম্প ফাইলের ফোল্ডার খালি করতে পারেন।এজন্য Start/Run এ গিয়ে gpedit.msc লিখে গ্রুপ পলিসি এডিটর খুলুন। এখন Computer Configuration /Administrative Templates /Windows Components /Terminal Services/Temporary Folder ঠিকানায় যান।ডানপাশে Do not delete Temp Folder upon Exit অপশনে মাউসের ডান ক্লীক দিয়ে  Properties-এ যান এবং অপশনটি Disable করে বের হয়ে আসুন।এখন থেকে উইন্ডোজের প্রতিটি কাজের বিপরীতে তৈরী হ্‌ওয়া টেম্প ফাইল কাজ শেষ হ্‌ওয়া মাত্র মুছে যাবে।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest