
উইন্ডোজ
ব্যবহারের ফলে টেম্প ফাইল তৈরী হয়।এই টেম্প ফাইল উইন্ডোজের গতি কমিয়ে
দেয়।ইচ্ছে করলে আপনি স্বয়ংক্রীয়ভাবে টেম্প ফাইলের ফোল্ডার খালি করতে
পারেন।এজন্য Start/Run এ গিয়ে gpedit.msc লিখে গ্রুপ পলিসি এডিটর খুলুন।
এখন Computer Configuration /Administrative Templates /Windows Components
/Terminal Services/Temporary Folder ঠিকানায় যান।ডানপাশে Do not delete
Temp Folder upon Exit অপশনে মাউসের ডান ক্লীক দিয়ে Properties-এ যান এবং
অপশনটি Disable করে বের হয়ে আসুন।এখন থেকে উইন্ডোজের প্রতিটি কাজের বিপরীতে
তৈরী হ্ওয়া টেম্প ফাইল কাজ শেষ হ্ওয়া মাত্র মুছে যাবে।