উইন্ডোজ ৭ বিশ্বজুড়ে সমাদৃত
মাইক্রোসফটের তাক লাগানো একটি অপারেটিং সিস্টেম। আজ আপনাদের সাথে শেয়ার
করবো এই উইন্ডোজ ৭ সেটআপের একটি পিডিএফ ই-বুক। তাও আবার বাংলায়। এই
ই-বুকটিতে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে কিভাবে উইন্ডোজ ৭ সেটআপ করবেন তার
বর্ণনা রয়েছে। প্রত্যেকটি ধাপ (ছবির) স্নেপশট এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া
হয়েছে বলে যে কেউ এই ই-বুকটি পড়ে উইন্ডোজ ৭ সেটআপ শিখতে পারবেন।
তাই যারা যারা এখনও উইন্ডোজ ৭ সেটআপ করতে জানেন না তারা জলদি নিচের লিঙ্ক হতে ই-বুকটি ডাউনলোড করে ফেলুন।