এখনও পৃথিবীতে সিংহভাগ কম্পিউটারে
মাইক্রোসফট এর উইন্ডোজ এক্সপি ব্যবহার হয়। উইন্ডোজ এক্সপিতে প্রিফেচ
সিস্টেম কম্পিউটারের বুট আপ টাইম এবং কোন প্রোগ্রাম লোড-আনলোড নিয়ন্ত্রণ
করে। তাই খুব সহজেই এই প্রিফেচ সিস্টেমকে নিয়ন্ত্রন করে কম্পিউটারের
সামগ্রীক পারফরমেন্স বৃদ্ধি করা যায়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে Windows+R চাপুন অথবা স্টার্ট বাটনে ক্লিক করে Run এ ক্লিক করুন।
২। এবার Regedit টাইপ করে এন্টার চাপুন।
৩। এবার এই ধাপটি অনুসরণ করে চলে যান- HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\SessionManager\MemoryManagement\PrefetchParameters\EnablePrefetcher
৪। এখানে ভ্যালু হিসেবে ৩ সেট করুন এবং পিসি রিস্টার্ট দিন।
এবার দেখুন আপনার কম্পিউটারের সামগ্রীক পারফরমেন্স কেমন বৃদ্ধি পেয়েছে।