আজকে আমি আপনাদের যে সফটওয়্যারের কথা জানাবো তা দিয়ে আপনারা খুব সহজেই
ফ্লাস ফটো এলব্যাম বানাতে পারবেন। আর বানানো এলব্যামটি আপনারা SWF ফাইল
হিসেবে নেটে বা CD/DVD তে পাবলিশ করতে পারবেন। বেশ কয়েক দিন আগে আমাকে
একজন মেইল করে বলেছিল কিভাবে ফটো দিয়ে 3D গ্যলারি বানানো যায় এবং তা CD
করা যায়। উনাকে সহ আপনাদের সবাইকে বলছি শুধু 3D গ্যালারি না সাথে প্রায়
200 এর বেশি বিভিন্ন থিম,কার্টুন, ফ্রেম,ইত্যাদি যোগ করে অসাধারন এলব্যাম
বানাতে পারবেন। সাথে কিন্তু আপনার পছন্দের মিউজিক দিতে ভুলবেন না। আর হ্যা
আপনার ফটোতে বরফ পরছে বা বৃষ্টি পরছে এমন ইফেক্টও দিতে পারবেন।
এখানে থিম গুলো পাবেন

বিভিন্ন প্রকার ইপেক্ট
আর এগুলার মধ্যে পাবেন বিভিন্ন রকমের এলব্যাম।
প্রথমে ছবি গুলো সিলেক্ট করে দিন। তারপর আপনি চাইলে গান বা যেকোন মিউজিক যোগ করে দিন। এখন যেকোন একটি থিম পছন্দ করে publish এ ক্লিক করে তা CD তে বা SWF ফাইল হিসেবে সেভ করে সবার সাথে শেয়ার করতে পারেন।

সাথে কীমেকার আছে Full version করার জন্য।
আশা করি আপনাদের ভাল লাগবে।
সবাই ভাল থাকুন এই কামনা করি।
ধন্যবাদ সবাইকে।

এখানে থিম গুলো পাবেন
- Basic
- Professional
- Web Album
- 3D ইত্যাদি ক্যাটাগরিতে।
বিভিন্ন প্রকার ইপেক্ট
আর এগুলার মধ্যে পাবেন বিভিন্ন রকমের এলব্যাম।
প্রথমে ছবি গুলো সিলেক্ট করে দিন। তারপর আপনি চাইলে গান বা যেকোন মিউজিক যোগ করে দিন। এখন যেকোন একটি থিম পছন্দ করে publish এ ক্লিক করে তা CD তে বা SWF ফাইল হিসেবে সেভ করে সবার সাথে শেয়ার করতে পারেন।
ডাউনলোড লিঙ্কঃ
আপনাদের জন্য অনেক কষ্ট করে মিডিয়া ফায়ারে 17MB এর সফটওয়্যারটি আপলোড করে দিয়েছি। আপনাদের ভাল লাগা মন্তব্যে জানাবেন। যদি আপনাদের কাজে না লাগে তাহলে লিঙ্কটি প্রাইভেট করে দিব।সাথে কীমেকার আছে Full version করার জন্য।
আশা করি আপনাদের ভাল লাগবে।
সবাই ভাল থাকুন এই কামনা করি।
ধন্যবাদ সবাইকে।