আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা ? নিশ্চয়ই ভালো। আমিও বেশ আছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো বাংলাদেশী এক প্রযুক্তি প্রেমি দ্বারা তৈরি একটা Web Browser যা কিনা অপেক্ষাকৃত দ্রুত লোড হয় এবং অপারেটিং সিস্টেম ও খুব সহজ। আর এই ব্রাউজার এর নাম হচ্ছে Bee Web Browser। চলুন এর বৈশিষ্ট গুলো জেনে নেই। Bee Web Browser সবচেয়ে সহজ আর দ্রুত একটি Web Browser. কিছু দিন আগে Bee Web Browser এর 1.21 Version বের হয়েছিল যার বেশ কিছু সমস্যা ছিল। সেই সব সমস্যা সমাধান করে এবং আরও দ্রুত গতি নিয়ে বের হলো Bee Web Browser – V – 2.00 Bee Web Browser 1024x578 নিয়ে নিন বাংলাদেশে তৈরি অপেক্ষাকৃত দ্রুত ও সহজ Web Browser “Bee” Bee Web Browser এর কিছু বৈশিষ্ট্যঃ *অন্য যে কোন Browser এর চেয়ে সহজ একটি Browser. *অন্য যে কোন Browser এর চেয়ে দ্রুত Page Load হয়। *এটি পরিচালনার জন্য RAM এর খুবই কম জায়গা খরচ হয়। *খুব প্রয়োজনীয় Web Site গুলো এক ক্লিকে অতি দ্রুত Load হয়। *এর Size অন্যদের তুলনায় অনেক ছোট। *একাধিক Tab ব্যবহার করা যায়। *Drop Down Address লিস্ট এর সুবিধা। *Google, Yahoo, Wikipedia তে খুব সহজে Search এর সুবিধা। *History দেখার সুবিধা। *পছন্দ মতো Home Page Settings এর সুবিধা। Download করুনঃ Bee Web Browser – V – 2.00 (New Version)

আপনার মোবাইল এর জন্ম কই আপনি কি জানেন ……।
মোবাইল battry-র নীচে এর IMEI ভিতরের দেখে লাভ নাই । Xinxiran এক্সপার্টরা এত নিখুত ভাবে মোবাইল বানায় যা থাকে আসল মোবাইলের পার্থক্য নাই বললে চলে।
যাই হোক !
প্রথমে একটা স্যালুট দেন Xinxiran এক্সপার্টদের । ভাই তোমরা দেশার গর্ব।
অরজিনাল মোবাইলে IMEI নাম্বার থাকে আর Xinxiran মোবাইল IMEI নাম্বার থাকে তবে ভুয়া।
আপনার মোবাইল Xinxiran নাকি 中国的 জানতে হলেঃ
১. * # 06 # প্রেস করে আপনার মোবাইল হ্যান্ডসেটএর 15 অঙ্কের IMEI নম্বর জেনে নিন।
২. তারপর Manu>> Message>>New message অপশনে জান
৩.New message অপশনে আপনার মোবাইল হ্যান্ডসেটএর 15 অঙ্কের IMEI নম্বর লিখুন।
৪.তার পর সেন্ড করুন 53232
৫.যদি আপনার মোবাইল IMEI নম্বর বৈধ হয় তবে আপনি reply পাবেন “Success” ।মানে আপনি বৈধ IMEI যুক্ত মোবাইলের মালিক।
৬.আর যদি আপনি reply পান “Invalid IMEI”,সাধুবাদ আপনি একজন গর্বিত দেশি মোবাইলের মালিক।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest