Prefetcher Settings ঠিক করে উইন্ডোজের স্পিড বৃদ্ধি করুন

WinXP Prefetcher Settings ঠিক করে উইন্ডোজের স্পিড বৃদ্ধি করুন
উইন্ডোজ এক্সপিকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বকালের সর্বসেরা অপারেটিং সিস্টেম বলা হয়। কারণ এটিই মাইক্রোসফট এর সর্বপ্রথম পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম। পৃথিবীর অনেক পিসিতে এখনো এই ওএসটি দাপটের সাথে রাজত্ব করে চলেছে। সময়ের সাথে সাথে অন্যান্য অপারেটিং সিস্টেমের মতো উইন্ডোজ এক্সপিও স্লো হয়ে পড়ে। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব উইন্ডোজ এক্সপির গতি বৃদ্ধি করার ছোট্ট একটি কাজের টিপস্‌।
এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে Win+R চেপে Regedit লিখে এন্টার চাপতে হবে।
২। এবার HKEY_LOCAL_MACHINE >> SYSTEM >> CurrentControlSet >> Control >> Session Manager >> Memory Management >> PrefetchParameters >> EnablePrefetcher অংশে যাই।
৩। EnablePrefetcher এবার ভ্যালু হিসেবে ৩ (তিন) সেট করে রেজিস্ট্রি এডিটর বন্ধ করে কম্পিউটার রিস্টার্ট করুন।
তাহলে আপনার উইন্ডোজ এক্সপির বুট টাইম ও বিভিন্ন এপ্লিকেশন লাঞ্চিং টাইম আরো দ্রুত হওয়া উচিত।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest