পিসি চালু করুন আরো দ্রুত

registry editor 300x149 পিসি চালু করুন আরো দ্রুত
আমরা উইন্ডোজের রেজিস্ট্রি এডিট করার মাধ্যমে পিসি চালু হবার সময়কে অনেকটুকু কমাতে পারি। এজন্য নিচের ধাপসমূহ অনুসরন করি-
১। প্রথমে Start থেকে Run এ ক্লিক করি ।
২। Regedit লিখুন এবং ok করি।
৩। এখন HKEY_LOACAL_MECHINE\SYSTEM\CurrentControlSet\Control থেকে ContentIndex তে ক্লিক করি।
৪। Startup Delay টি খুজে বের করি এবং Double ক্লিক করি।
৫। এখন Decimal এ ক্লিক করি।
৬। ভেলু 4800000 এর পরিবর্তে 40000 বসিয়ে দিই।
৭। এবার Registery Editor বন্ধ করি এবং কম্পিউটার রিস্টার্ট দিই।
আশা করি এতে আপনার কম্পিউটার এর বুটআপ টাইম অনেক কমে আসবে।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest