আইডিএম এর বিকল্প হতে পারে “মাইক্রোসফট ডাউনলোড ম্যানেজার”

এখনকার দিনে বড় আকারের ফাইল ডাউনলোড করা কোন নতুন কিছু নয়। উন্নত দেশে ব্রডব্যান্ডের স্পিড বেশি থাকায় অনেক সময় কয়েক মিনিটের মধ্যে গিগাবাইট পরিমান ফাইল ডাউনলোড করা যায় অতি কম সময়ে। অপরদিকে, উন্নয়নশীল দেশগুলোতে সেই পরিমান ইন্টারনেট স্পিড না থাকায়, বড় আকারের ফাইল ডাউনলোডের জন্য ডাউনলোড ম্যানেজারের সাহায্য নিতে হয়।  এই ডাউনলোড ম্যানেজার ব্যাবহার করার মূল উদ্দেশ্য একটু একটু করে যেন ব্যাবহারকারীরা ফাইল ডাউনলোড করতে পারে ইলেট্রিকাল নয়েজ এড়িয়ে। আসা যাক মূল বিষয়ে, বাজারে অনেক ধরনের ডাউনলোড ম্যানেজার লক্ষ্য করা যায়, কোনটা ফ্রী, কোনটা পয়সা খরচ করে কিনতে হয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ছিল যে, মাইক্রোসফট অপারেটিং সিস্টেম-এর সাথে এই সুবিধা দেয়নি। দেরীতে হলেও মাইক্রোসফট এই সমস্যার কথা বুঝতে পেরেছে। তাই, তাদের নিজস্ব ডাউনলোড ম্যানেজার “মাইক্রোসফট ডাউনলোড ম্যানেজার” সবার জন্য উম্মুক্ত করেছে, যা ব্যাবহার করে আপনি অতি সহজেই ফাইল ডাউনলোড করতে পারবেন।
ব্যাবহার উপযোগী অপারেটিং সিস্টেমঃ
Windows 7; Windows Server 2003; Windows Server 2008; Windows Vista; Windows XP Service Pack 2
ব্যাবহার উপযোগী ব্রাউজারঃ
Internet Explorer 6, Internet Explorer 7, Internet Explorer 8, Mozilla Firefox 2, Mozilla Firefox 3
সফটওয়্যারটি নিচের লিঙ্ক হতে ডাউনলোড করুন।
ডাউনলোড লিঙ্ক

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest