নকিয়া মোবাইল দিয়ে আরো দ্রুতগতিতে ইন্টারনেট ব্রাউজ করুন (আপনার পিসিতে)

Nokia+Mobile নকিয়া মোবাইল দিয়ে আরো দ্রুতগতিতে ইন্টারনেট ব্রাউজ করুন (আপনার পিসিতে)
আমরা অনেকেই নকিয়া মোবাইল এর মাধ্যমে পিসিতে ইন্টারনেট ব্রাউজ করে থাকি। এ জন্য পিসি স্যূট নামক সফটওয়্যারটি ব্যবহার করা হয়। আজ আপনাদের শিখাবো কিভাবে নকিয়া মোবাইলের ইন্টারনেট স্পীড বৃদ্ধি করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে আপনার মোবাইলটি পিসিতে কানেক্ট করুন।
২। এবার Win+R চেপে ncpa.cpl লিখে Enter চাপুন।
৩। এবার নকিয়া মডেমের আইকনটিতে (সেখানে Nokia USB Modem#1 এ রকম একটা লেখা থাকবে) ক্লিক করে Properties সিলেক্ট করুন।
৪। এবার General নামক ট্যাবের Configure নামক বাটনে ক্লিক করুন।
৫। এবার যে ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে Maximum speed (bps)-এর পাশের Box থেকে ক্লিক করে 921600 করে দিন এবং ok বাটনে চেপে বেরিয়ে আসুন।
এবার কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট কানেক্ট করে দেখুন স্পীড বেড়ে গেছে।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest