আপনার পিসি যদি লো কনফিগারেশন এর হয়ে
থাকে, তাহলে এই টিপসটি অনুসরণ করে আপনি আপনার কম্পিউটারের সামগ্রিক
পারফরমেন্স বৃদ্ধি করতে পারবেন। এই টিপসটির মূল উদ্দেশ্য উইন্ডোজ এক্সপির
প্রিফেচ্ অপশনটি ডসেবল করা। এই প্রিফেচ্ অপশনটি ডিসেবল করার মাধ্যমে
কম্পিউটারের বুট টাইম, এপ্লিকেশন লোড টাইম, পারফরমেন্স ইত্যাদি তরান্বিত
করা যাবে।
এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে Win+R চেপে Regedit লিখে এন্টার চাপুন।
১। প্রথমে Win+R চেপে Regedit লিখে এন্টার চাপুন।
২। এবার HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Session Manager\Memory Management\PrefetchParameters ধাপগুলো অনুসরণ করুন।
৩। এবার EnablePrefetcher এর ভ্যালু ০ (শুন্য) সেট করে বেরিয়ে আসুন।
৪। এবার রিস্টার্ট দিয়ে দেখুন আপনার লো কনফিগারেশন পিসির সামগ্রিক দক্ষতা বৃদ্ধি পেয়েছে কিনা।