অটো রিফ্রেশ করুন আপনার কম্পিউটারকে

Refresh your pc 300x63 অটো রিফ্রেশ করুন আপনার কম্পিউটারকে
আমরা কারনে অকারনে কম্পিউটার রিফ্রেশ করি। কেউ কেউ অভ্যাসের বশে কম্পিউটার রিফ্রেশ করে থাকে। অনেকে অনেক্ষণ কাজ করার পর কম্পিউটার রিফ্রেশ করে আবার অনেকে কিছুক্ষণ পর পর কম্পিউটার রিফ্রেশ করে।
রিফ্রেশ কমান্ডটি মাইক্রোসফট উইন্ডোজের সবচেয়ে পুরাতন ও সবচেয়ে কার্যকর কমান্ডগুলোর মধ্যে একটি। অনেকেই আছেন যারা কাজে এত ব্যস্ত থাকে যে কম্পিউটার রিফ্রেশ করার সময়ও পান না। কেমন হয় যদি কম্পিউটার নিজেই একটি নির্দিষ্ট সময় পর পর নিজেকে নিজে রিফ্রেশ করে। তাহলে নিশ্চয় খুব ভালো হয়। ম্যানুয়ালী কম্পিউটার রিফ্রেশ করার আর কোন দরকারই পড়ে না।
আজকে আপনাদের শিখাবো কিভাবে কম্পিউটারকে অটোমেটিক রিফ্রেশ মোডে সেট করতে হয়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-
১। প্রথমে Win+R বাটনদ্বয় চাপি, তাহলে Run ডায়লগ বক্স আসবে।
২। এখানে Regedit লিখে এন্টার চাপি। তাহলে Registry Editor আসবে।
৩। এবার HKEY_LOCAL_MACHINE >> SYSTEM >> CurrentControlSet >> Control >> Update এ গিয়ে UpdateMode এ ডাবল ক্লিক করে মান ১ এর পরিবর্তে ০ করে দিন।
৪। এবার রিস্টার্ট দিন।
তাহলে এর পর থেকে আপনার কম্পিউটার একটি নির্দিষ্ট সময় পর পর রিফ্রেশ হবে।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest