উইন্ডোজ ৭ কে বানিয়ে ফেলুন সম্পূর্ণ বাংলা

Bangla উইন্ডোজ ৭ কে বানিয়ে ফেলুন সম্পূর্ণ বাংলাবাংলা আমাদের মাতৃভাষা হলেও কম্পিউটিং এর ক্ষেত্রে আমরা এই ভাষার ব্যবহার খুব নগন্যই দেখতে পাই। সম্প্রতি অমনিল্যাব এর তৈরি “অভ্র” সফটওয়্যারটি বাংলা কম্পিউটিং কে আরো গতিশীল করে তুলেছে। তাই এই বাংলায়নের যুগে আপনিও পিছে পড়ে থাকবেন কেন? আর তাই আজকে শুধুমাত্র উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছি কম্পিউটারকে সম্পূর্ণ বাংলায় ব্যবহারের সুযোগ। সম্প্রতি উইন্ডোজ কর্পোরেশন তাদের সাম্প্রতিক পূর্ণ অপারেটিং সিস্টেম “উইন্ডোজ ৭” এর জন্য রিলিজ করেছে বাংলা ল্যাংগুয়েজ প্যাক। তাই উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা এক্ষুনি ডাউনলোড করে নিন এই ল্যাংগুয়েজ প্যাকটি নিচের লিংক থেকে। আর শুরু করুন বাংলা কম্পিউটিং। ফাইলটি ডাউনলোড করে ইন্সটল করুন এবং পিসি রিস্টার্ট দিন এবং দেখুন আপনার উইন্ডোজ ৭ এখন বাংলায় হয়ে গেছে।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest