আমরা কম্পিউটারে দৈনন্দিন যেসব কাজ
করি সেগুলোর মধ্যে কিছু কাজ খুবই গোপনীয় থাকতে পারে। যেগুলো অন্যের হাতে
চলে গেলে হতে পারে অত্যন্ত বড় ক্ষতি। তাই আমরা এ জাতীয়
কাজ/ফাইল/ফোল্ডারগুলোকে লুকিয়ে রাখি। তবে অনেক সময় ভাল কোন লকার না থাকায়
পড়তে হয় ভীষণ সমস্যায়।
তাই আজ আপনাদের সাথে শেয়ার করব একটি খুবই কার্যকর ও
পাওয়ারফুল ফোল্ডার লকার। যার নাম Folder Lock 6.5.5 (লেটেস্ট ভার্শন)। সাথে
রেজিস্ট্রেশন ইনফরমেশন দেওয়া আছে। তাই এখনই ডাউনলোড করে সংগ্রহে রাখুন এই
খুবই শক্তিশালী ফোল্ডার লকার।