এরপর dir /w/o/a/p এই কমান্ডটি হুবহু লিখে ইন্টার চাপুন।
এখন আপনি পেনড্রাইভে থাকা ফাইলের তালিকা দেখতে পারবেন।
ফাইলের তালিকায় Bha.vbs , Iexplore.vbs, RVHost.exe, Ravmon.exe, New_Folder.exe, Autorun.inf ইত্যাদি নামের কোন ফাইল অথবা .exe এক্সটেনসনেরকোন ফাইল আছে কি না দেখুন।
যদি এরকম কোন ফাইল দেখতে পান তাহলে attrib -h -r -s -a *.* কমান্ডটি লিখে ইন্টার চাপুন। এখন del filename কমান্ড লিখে ইন্টার চাপুন। এখানে filename এর জায়গায় উক্ত ফাইলের নাম হুবহু লিখতে হবে।
যেমন আপনি যদি Autorun.inf ফাইলটি মুছতে চান তাহলে del Autorun.inf কমান্ড লিখে ইন্টার চাপুন।
এভাবে আপনি পেনড্রাইভের সন্দেহজনক ফাইলগুলো মুছে ফেলতে পারেন। এছাড়া সম্ভবহলে সবোর্চ্চ সুরক্ষার জন্য নিয়মিত হালনাগাদ এ্যান্টিভাইরাস দিয়ে পেনড্রাইভসম্পূর্ন স্ক্যান করুন।