
বর্তমানে
প্রচলিত চায়না মোবাইলগুলোর মধ্যে সিম্ফনি একটি শীর্ষস্থানীয় নাম। আমাদের
মত কম মাথাপিছু আয় সম্পন্ন দেশে চায়না মোবাইলের উপরই অধিকাংশ মানুষ ভরসা
করে কারন এদের দাম কম হলেও সুবিধা বা ফিচার বেশি। যাই হোক আজকে আমার এই
পোস্ট শুধুমাত্র সিম্ফনি মোবাইল ব্যবহারকারীদের জন্য। অনেকেই চায়না/সিম্ফনি
মোবাইলের পিসি স্যুট খুঁজে বেড়ান। কিন্তু খুঁজে পান না।
অনেক সিম্ফনি ব্যবহারকারীরিই ইচ্ছা করে যে আমার মোবাইলটা যদি মডেম
হিসেবে ব্যবহার করতে পারতাম…….ঠিক তাদের জন্যই আমার আজকের এই পোস্ট। আজ আমি
আপনাদের জন্য সিম্ফনি মোবাইলের জন্য পিসি স্যূট নিয়ে এসেছি। তাই যারা যারা
সিম্ফনি মোবাইল দিয়ে পিসিতে ইন্টারনেট জলদি ব্যবহার করতে চান তারা জলদি
করে ডাউনলোড করে ফেলুন পিসি স্যূটটি। অন্য চায়না ব্র্যান্ড ব্যবহারকারীরা
নিরাশ হয়েন না। তারাও এটি ট্রাই করে দেখতে পারেন। কাজ হয়েও যেতে পারে।