আজকে আপনাদের জন্য একটি পেন ড্রাইভ ডাটা
রিকভারী নিয়ে এসেছি। এটি অত্যন্ত ছোট একটি সফটওয়্যার। যার সাইজ মাত্র ৫৮৮
কিলোবাইট। সফটওয়্যারটি ছোট হলেও কিন্তু অনেক কাজের। অনেকেই পেন ড্রাইভ হতে
হারিয়ে যাওয়া ডাটা ফেরত পাওয়ার জন্য বিভিন্ন ডাটা রিকভারী ব্যবহার করেন।
কিন্তু কোন ফলাফল পান না। তাদের জন্য এই সফটওয়্যারটি কাজ দেবে বলে আমার
বিশ্বাস।
সফটওয়্যারটির নাম Data Doctor Recovery Pen Drive। তাই এক্ষুনি ডাউনলোড করে ফেলুন আর সংগ্রহে রাখুন এই কাজের সফটওয়্যারটি।
সফটওয়্যারটির নাম Data Doctor Recovery Pen Drive। তাই এক্ষুনি ডাউনলোড করে ফেলুন আর সংগ্রহে রাখুন এই কাজের সফটওয়্যারটি।