পেনড্রাইভ সাধারন নিয়মে ফরমেট না হলে যা করণীয়

pen drives 300x201 পেনড্রাইভ সাধারন নিয়মে ফরমেট না হলে যা করণীয়অনেক সময়, পিসিতে ভাইরাসের কারনে, পেনড্রাইভ ফরমেট হয় না। এমতবস্থায় আপনার পেনড্রাইভ নিন্মলিখিত উপায়ে ফরমেট দিতে পারেন।
# Start থেকে Control Panel-এ গিয়ে Administrative Tools এ প্রবেশ করুন।
#অতঃপর Computer Management এ ডাবল ক্লিক করুন।
# এখন বাম পাশের Disk Management এ ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভসহ সকল ড্রাইভের লিস্ট পাবেন উপরের ছবির মত।
এখানে পেনড্রাইভের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ফরমেট সিলেক্ট করে ফরমেট করুন। আশা করি আপনার পেনড্রাইভ ফরমেট হয়ে যাবে।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest