এবার ইমেইল আইডি ছাড়াই ইমেইল করুন আপনার বন্ধুকে

e note 287x300 এবার ইমেইল আইডি ছাড়াই ইমেইল করুন আপনার বন্ধুকে
ধরুন আপনি আপনার কোন বন্ধুকে বা অন্য কাউকে মেইল করতে চাচ্ছেন কিন্তু আপনার ইমেইল এড্রেসটি তাকে জানাতে চাচ্ছেন না। তাহলে আমার কাছে আছে একটি সহজ সমাধান। এজন্য নিচের ধাপগুলো অনুসরন করুন-
১। প্রথমে www.enote.com ঠিকানায় যান।
২। এবার উপরের ছবির ন্যায় একটি স্ক্রীণ আসবে।
৩। এখানে Send To বক্সে আপনি যাকে ইমেইল পাঠাতে চাচ্ছেন তার ইমেইল ঠিকানা টাইপ করে দিন।
৪। এবার Your E-mail Address বক্সটি খালি রেখে দিন। (যদি আপনার ইমেইল ঠিকানাটি অন্য কাউকে জানাতে না চান)
৫। এবার Subject বক্সে আপনার মেইলের সাবজেক্ট লিখে দিন এবং তার ঠিক নিচের বক্সে আপনার মূল বক্তব্য লিখে দিন।
৬। এখন Enter the Security Code বক্সে পাশের সিকিউরিটি কোডটি এখানে লিখে দিন এবং Send বাটনে চাপ দিন।
ব্যাস তাহলেই আপনার দেওয়া ঠিকানায় আপনার ইমেইল ঠিকানা ছাড়াই মেইল চলে যাবে।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest