চিনে নিন মজিলা ফায়ারফক্সের প্রয়োজনীয় ৫টি এডঅন্স

firefox addons 300x224 চিনে নিন মজিলা ফায়ারফক্সের প্রয়োজনীয় ৫টি এডঅন্সমজিলা ফায়ারফক্স আমার আপনার সবার খুবই প্রিয় একটি ইন্টারনেট ব্রাউজার। এডঅন্স এর দিক থেকে বিবেচনা করলে মজিলা ফায়ারফক্সকে ১ নম্বর ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার এর উপরে স্থান দিতে হয়। আজ আপনাদের সাথে শেয়ার করবো এই মজিলা ফায়ারফক্সের ৫টি অতি গুরুত্বপূর্ণ এডঅন্স। নিচে এগুলোর বিবরণ ও ইন্সটলেশন লিঙ্ক দিয়ে দিলাম-
  • ওয়াপসাইট : ওয়াপসাইট মূলত মোবাইলের জন্য তৈরি । সাধারনত কম্পিউটারে এগুলো দেখা যায় না । ফায়ারফক্সে একটি অ্যাডঅন যুক্ত করলেই মোবাইলের এসব ওয়াপসাইট দেখা সম্ভব । নিচের ঠিকানা থেকে অ্যাডঅন টি যুক্ত করে নিন https://addons.mozilla.org/en-US/firefox/addon/wmlbrowser

  •   ভিডিও ডাউনলোডার : আমরা অনেকেই ইউটিউবে ভিডিও দেখি । ইউটিউব থেকে এসব ভিডিও ডাউনলোড করার স্বয়ংক্রিয় কোনো ব্যবস্থা নেই । একটি অ্যাডঅন এর মাধ্যমেই আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন । নিচের ঠিকানা থেকে অ্যাডঅন টি যুক্ত করে নিনhttps://addons.mozilla.org/en-US/firefox/addon/easy-youtube-video-downl-10137/

  •   মাউসবিহীন ব্রাউজিং : শুধু কি-বোর্ড ব্যবহার করেই ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন আপনি । নিচের ঠিকানা থেকে অ্যাডঅন টি যুক্ত করে নিন https://addons.mozilla.org/en-US/firefox/addon/mouseless-browsing/ ওয়েবপেজের বিভিন্ন লিংক/বাটনে নাম্বার দেয়া থাকবে । যেখানে যেতে চান, তার নাম্বার টিপে “Enter” প্রেস করবেন ।

  •   এভিয়ারি : অনেক সময় ওয়েবপেজের স্ক্রিনশট নেয়ার দরকার হয় । এইজন্য চমৎকার একটা অ্যাডঅন “এভিয়ারি” । নিচের ঠিকানা থেকে অ্যাডঅন টি যুক্ত করে নিনhttps://addons.mozilla.org/en-US/firefox/addon/aviary-screen-capture-quick-la

  •   ক্রিকেট স্কোর দেখা : মজিলা ফায়ারফক্সেই সরাসরি ক্রিকেট স্কোর দেখার সুযোগ করে দিয়েছে একটি অ্যাডঅন । নিচের ঠিকানা থেকে অ্যাডঅন টি যুক্ত করে নিনhttps://addons.mozilla.org/en-US/firefox/addon/scorewatch

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest