- ওয়াপসাইট : ওয়াপসাইট মূলত মোবাইলের জন্য তৈরি । সাধারনত কম্পিউটারে এগুলো দেখা যায় না । ফায়ারফক্সে একটি অ্যাডঅন যুক্ত করলেই মোবাইলের এসব ওয়াপসাইট দেখা সম্ভব । নিচের ঠিকানা থেকে অ্যাডঅন টি যুক্ত করে নিন https://addons.mozilla.org/en-US/firefox/addon/wmlbrowser
- ভিডিও ডাউনলোডার : আমরা অনেকেই ইউটিউবে ভিডিও দেখি । ইউটিউব থেকে এসব ভিডিও ডাউনলোড করার স্বয়ংক্রিয় কোনো ব্যবস্থা নেই । একটি অ্যাডঅন এর মাধ্যমেই আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন । নিচের ঠিকানা থেকে অ্যাডঅন টি যুক্ত করে নিনhttps://addons.mozilla.org/en-US/firefox/addon/easy-youtube-video-downl-10137/
- মাউসবিহীন ব্রাউজিং : শুধু কি-বোর্ড ব্যবহার করেই ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন আপনি । নিচের ঠিকানা থেকে অ্যাডঅন টি যুক্ত করে নিন https://addons.mozilla.org/en-US/firefox/addon/mouseless-browsing/ ওয়েবপেজের বিভিন্ন লিংক/বাটনে নাম্বার দেয়া থাকবে । যেখানে যেতে চান, তার নাম্বার টিপে “Enter” প্রেস করবেন ।
- এভিয়ারি : অনেক সময় ওয়েবপেজের স্ক্রিনশট নেয়ার দরকার হয় । এইজন্য চমৎকার একটা অ্যাডঅন “এভিয়ারি” । নিচের ঠিকানা থেকে অ্যাডঅন টি যুক্ত করে নিনhttps://addons.mozilla.org/en-US/firefox/addon/aviary-screen-capture-quick-la
- ক্রিকেট স্কোর দেখা : মজিলা ফায়ারফক্সেই সরাসরি ক্রিকেট স্কোর দেখার সুযোগ করে দিয়েছে একটি অ্যাডঅন । নিচের ঠিকানা থেকে অ্যাডঅন টি যুক্ত করে নিনhttps://addons.mozilla.org/en-US/firefox/addon/scorewatch