নিয়ে নিন একটি অসাধারণ ফাইল/ফোল্ডার হাইডার সফটওয়্যার



univ sield 300x166 নিয়ে নিন একটি অসাধারণ ফাইল/ফোল্ডার হাইডার সফটওয়্যারআমরা আমাদের গোপনীয় ফাইল বা ফোল্ডারগুলো অন্যের কাছ থেকে হাইড করে রাখার জন্য কত কিছুই না করি। কিন্তু আসলেই সত্যিকারের কোন ফাইল বা ফোল্ডার লকার খুঁজে পাওয়া কষ্টকর। বা খুঁজে পাওয়া গেলেও তা উইন্ডোজের বিশেষ কিছু কমান্ডের কাছে পরাজিত হয়। যেমন- সেইফ মোডে অধিকাংশ ফোল্ডার লকার বা হাইডার কাজ করতে পারে না। কিন্তু আমি আজকে আপনাদের জন্য যে সফটওয়্যারটি নিয়ে এসেছি তার মাধ্যমে আপনারা সহজেই যে কোন ফাইল বা ফোল্ডারকে হাইড বা লক করে রাখতে পারবেন।
এমনকি সেইফ মোডেও এটি কাজ করে। এজন্য শুধু আপনাকে সফটওয়্যারটির অপশন মেনুতে গিয়ে  Protect on windows safe mode অপশনটি চালু করে দিতে হবে। সফটওয়্যারটির ইন্টারফেস খুবই সরল। তাই যে কেউ এটির ব্যবহার বুঝতে পারবেন। তাই এক্ষূনি ডাউনলোড করে নিন এই অসাধারণ সফটওয়্যারটি নিচের লিঙ্ক হতে। এটির সাথে প্যাচ দেওয়ার আছে, তাই সহজেই ফুল ভার্সন করতে পারবেন।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest