পেনড্রাইভের ব্যাকগ্রাউন্ড এ আপনার ছবি সেট করুন সহজেই

pendrive in colour background 300x200 পেনড্রাইভের ব্যাকগ্রাউন্ড এ আপনার ছবি সেট করুন সহজেইআজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই একটি ট্রিকস, যার মাধ্যমে আপনি আপনার পেনড্রাইভ বা যেকোন ড্রাইভের ব্যাকগ্রাউন্ড পিকচার হিসেবে যে কোন ছবি এড করতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। ব্যাকগ্রাউন্ডে যে কোন ছবি সেট করার জন্য প্রখমে নিচের কোডটি Copy করে Paste করুন Notepad এ-
Save করুন Pen drive এ desktop.ini নামে
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
ICONAREA_IMAGE=techinfobd.jpg
ICONAREA_TEXT=255
এইবার আপনার নায়কের মতো ছবিটি নিয়ে যান Pen drive এ, আর Rename করে নাম দিন techinfobd.jpg
ব্যাস কাজ শেষ, Window Close করে আবার Pen drive টি Open করুন ।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest