পরিবর্তন করে নিন ফেসবুকের লগিন স্ক্রীণটিকে (নিজের পিসিতে)

fb 300x142 পরিবর্তন করে নিন ফেসবুকের লগিন স্ক্রীণটিকে (নিজের পিসিতে)আমার আপনার মতো ফেসবুক এডিক্টদের জন্যই আমার আজকের এই পোস্টটি। আশা করি কাজে আসবে। ফেসবুকের ডিফল্ট লগিন পেজ দেখতে দেখতে যাদের চক্ষুশুল উঠে তাদের এই পোস্টটি বিশেষ কাজে দেবে। আর হ্যাঁ, এই ট্রিক্সটি শুধুমাত্র যে কম্পিউটারটিকে আপনি মডিফাই করবেন শুধুমাত্র সেই কম্পিউটারে কাজ করবে। এই ট্রিক্সটি শুধুমাত্র যারা গুগল ক্রোম ব্যবহার করেন তাদের জন্য। কারন ট্রিক্সটি করার জন্য আপনার একটি ক্রোম এক্সটেনশন এর দরকার হবে।
* এজন্য প্রথমে ফেসবুকে যান লগিন করা থাকলে লগআউট করুন।
* এবার এখান থেকে গুগল ক্রোমের এই এক্সটেনশনটা ইন্সটল করুন।
* এবার দেখুন ফেসবুক লগিন স্কিন টা পাশের ছবির মত হয়ে গেছে।
* এখন আপনি ইচ্ছা করলে আপনার নিজের পছন্দের ছবি এখানে যোগ করতে পারবেন । এজন্য ফেসবুকে যান এবং নতুন লগইন স্ক্রিন এর লগইন বার এর ডান কোণার সেটিংস এ ক্লিক করুন। নিচের ছবির মত একটি ডায়লগ বক্স আসবে-
settings 252x300 পরিবর্তন করে নিন ফেসবুকের লগিন স্ক্রীণটিকে (নিজের পিসিতে)
এর ভিতরে একটি অ্যাড্রেস বক্স আসবে। এই অ্যাড্রেস বক্স এ আপনার পছন্দের ছবির লিঙ্কটা দিন এবং সেভ এ ক্লিক করুন।
এবার দেখুন আপনার ফেসবুক লগিন স্কিনে আপনার পছন্দের ছবি অ্যাড হয়েছে।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest