এবার আপনার চোখের যত্ন নেবে আপনার কম্পিউটার

flux 500x228 এবার আপনার চোখের যত্ন নেবে আপনার কম্পিউটার
আমরা সবাই কমবেশি জানি যে কম্পিউটার মনিটর থেকে যে গামা রশ্মি বের হয় তা চোখের জন্য ক্ষতিকর। তাই বলে কি বর্তমান সময়ে কম্পিউটার থেকে দূরে থাকলে চলে? মনিটর হতে ২৪ ঘন্টাই একই পরিমাণ আলো/রশ্মি বের হয়।
কিন্তু দিনের বেলায় এই আলো আমাদের চোখে না লাগলেও রাতের বেলায় এই অতিরিক্ত আলো আমাদের চোখে লাগে।
কেমন হয় যদি কোন সফটওয়্যার দিনের এবং রাতের পার্থক্য বুঝে আপনার চোখের জন্য প্রয়োজনীয় আলো মনিটর হতে সরবরাহ করে? তাহলে নিশ্চই ভালো হয়?
তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি এমনই একটি উপকারী অথচ ছোট্ট সফটওয়্যার। নিচে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন আর আপনার অমূল্য ধন চক্ষুকে সুরক্ষিত রাখুন।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest