* কম অক্ষরের পাসওয়ার্ড কখনোই দেবেন না। কারণ কম অক্ষরের পাসওয়ার্ড মোটেও নিরাপদ নয়। যেমন আট অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার না করাই ভালো। ১২ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করা নিরাপদ।
* একেক অ্যাকাউন্টে একেক পাসওয়ার্ড দিন।
* ওয়েবসাইট দেখার সফটওয়্যারে (ব্রাউজার) কখনো পাসওয়ার্ড সেভ করে রাখবেন না।
* সন্দেহজনক কোনো সাইটে ব্যক্তিগত অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
* পাসওয়ার্ড তৈরির জন্য কোনো সফটওয়্যার ব্যবহার করবেন না।
* পাসওয়ার্ডে অক্ষর, সংখ্যা, প্রতীক—সব ধরনের উপাদান রাখার চেষ্টা করবেন। এই নিয়মে নিরাপদ পাসওয়ার্ড তৈরি করতে পারেন।
* মোবাইল ফোনের নম্বর, নিজের বা পরিচিত কারও নাম পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না। সেই সংখ্যা পাসওয়ার্ড হিসেবে লিখুন, যা আপনার পরিচিত ব্যক্তিদের কল্পনারও বাইরে।