ফায়ারফক্সের গতি বাড়ান সহজেই

ইন্টারনেট ব্যবহার করে অথচ মজিলা ফায়ারফক্স ব্যবহার করে না এরকম ব্যবহারকারী নেই বললেই চলে। কিন্তু আমাদের দেশের ইন্টারনেট স্পীডের তুলনাই মজিলা ফায়ারফক্স একটু স্লোই বটে। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি টিপস যার মাধ্যমে আপনি ফায়ারফক্সের গতি বাড়াতে পারবেন খুব সহজেই। এজন্য যা করতে হবে-
১। এজন্য ফায়ারফক্সের এড্রেস বারে about:config লিখে এন্টার চাপুন। তাহলে একটি সতর্ক বার্তা আসবে, এখানে I`l be careful, I promise এ ক্লিক করুন।
২। এবার নিচের সেটিং অনুসারে অপশনগুলো খুজে বের করে (ডাবল ক্লিক এর মাধ্যমে) সেট করুন-
(ক) network.http.pipelining সেট করুন true
(খ) network.http.proxy.pipelining সেট করুন true
(গ) network.http.pipelining.maxrequests সেট করুন 30
(ঘ) network.dns.disableIPv6 সেট করুন true
(ঙ)এবার উইন্ডোর যে কোন খালি জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে New-> Integer সিলেক্ট করে nglayout.initialpaint.delay নাম দিয়ে ভ্যালু ০ (জিরো) করে দিন।
আবার মাউসের রাইট বাটন ক্লিক করে New-> Boolean সিলেক্ট করে content.notify.ontimer নাম দিয়ে সেট করুন true
আবার মাউসের রাইট বাটন ক্লিক করে New-> Boolean সিলেক্ট করে content.interrupt.parsing নাম দিয়ে সেট করুন true 
আবার মাউসের রাইট বাটন ক্লিক করে New-> Integer সিলেক্ট করে content.notify.interval নাম দিয়ে ভ্যালু 750000 করে দিন।
আবার মাউসের রাইট বাটন ক্লিক করে New-> Integer সিলেক্ট করে content.max.tokenizing নাম দিয়ে ভ্যালু 2250000 করে দিন।
আবার মাউসের রাইট বাটন ক্লিক করে New-> Integer সিলেক্ট করে content.notify.backoffcount নাম দিয়ে ভ্যালু 5 করে দিন।
আবার মাউসের রাইট বাটন ক্লিক করে New-> Integer সিলেক্ট করে content.switch.threshold নাম দিয়ে ভ্যালু 750000 করে দিন।
এবার ফায়ারফক্স রিস্টার্ট দিন এবং দেখুন স্পীডের মজা।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest