আপনার ডেস্কটপ ওয়ালপেপার কেউ পাল্টাতে পারবে না

wallpaper 300x225 আপনার ডেস্কটপ ওয়ালপেপার কেউ পাল্টাতে পারবে নাআজকে আপনাদের সাথে একটি মজার টিপস শেয়ার করব। আমরা সবাই আমাদের ডেস্কটপকে সুন্দর দেখতে চাই। ডেস্কটপের সৌন্দর্য বৃদ্ধিতে ওয়ালপেপারের গুরুত্ব অপরিসীম। প্রত্যেকেই চাই তার ডেস্কটপে একটি সুন্দর ছবি শোভা পাক। কিন্তু একই কম্পিউটারের একাধিক ব্যবহারকারী থাকলেই দেখা দেয় বিপত্তি। এই বিপত্তি যাতে না ঘটে সে জন্যই আমার আজকের এই টিপস। আসুন জেনে নিই কিভাবে আপনি আপনার ডেস্কটপ ওয়ালপেপারটিকে লকড্‌ করে রাখতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। প্রথমে আপনার Run (Windows+R) অপশনে গিয়ে gpedit.msc লিখে এন্টার চাপুন।
২। Group Policy Editor নামক একটি ডায়লগ বক্স আসবে।
৩। এবার User Configuration >> Administrative Templates >> Desktop >> Active Desktop >> Active Desktop Wallpaper গিয়ে Enable করে দিন।
তাহলেই আপনার ওয়ালপেপারটি আর কেউ পরিবর্তন করতে পারবে না।

Like the Post? Do share with your Friends.

IconIconIconFollow Me on Pinterest